জিপিএফ ব্যালেন্স চেক | GPF Balance Check 2024

জিপিএফ ব্যালেন্স চেক | GPF Balance Check 2024

আপনি কি আপনার জিপিএফ ব্যালেন্স চেক | GPF Balance Check করার জন্য প্রয়োজনীয় তথ্য খুজছেন? আপনি যদি জিপিএফ (GPF) সম্পর্কিত কোনো তথ্য খুঁজে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটে আপনি সবকিছু একসাথেই পেয়ে যাবেন আশা করি।

বিজ্ঞান ও প্রযুক্তির আশির্বাদের ফলে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ইন্টারনেট ব্যবস্থা সচল রয়েছে। এর সাহায্যে খুব সহজেই বাড়িতে বসেই যেকোন প্রকারের ব্যালেন্স চেক করতে পারবেন। আর যদি হয় সেটা জিপিএফ ব্যালেন্স চেক করার প্রক্রিয়া তাহলে তো কোন কথাই নেই।

বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবী বৃদ্ধকালের জন্য যে উদ্বৃত্ত অর্থ জমা রাখে, পরবর্তীতে সরকার সেই অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করে লভ্যাংশের কিছু অংশ বৃদ্ধকালের ভাতা হিসেবে সরকারি চাকরিজীবীদের প্রদান করে থাকে।

এই অনুচ্ছেদে আপনাদের সাথে আমরা কীভাবে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স চেক | GPF Balance Check করতে পারবো, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

জিপিএফ (GPF) কি?

জিপিএফ (GPF) শব্দটি মূলত ইংরেজি “General Provident Fund” এর সংক্ষিপ্ত রূপ। যার শাব্দিক অর্থ সাধারণ ভবিষ্য তহবিল। এই তহবিল মূলত বৃদ্ধকালে সরকারি চাকুরীজীবীদের সামাজিক সুরক্ষা প্রদান করার জন্য রাখা হয়।

এই জমাকৃত টাকা সরকার রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করে থাকে। বিনিয়োগের ফলে কিছু পরিমাণ লভ্যাংশ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যতের জন্য যে উদ্বৃত্ত তহবিলরূপে জমা করা হয়। মূলত একেই জিপিএফ (GPF) বলে।

একটি রাষ্ট্র সরকারি কর্মচারীদের যে পরিমাণ সুদ দিয়ে থাকে অন্যান্য কাউকে এই পরিমাণ সুদ প্রদান করে না। তাই সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য General Provident Fund এবং প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) গঠন করেছেন।

জিপিএফ ও সিপিএফ তহবিলে জমাকৃত টাকার সুদের পরিমাণ ১৩ শতাংশ হয়ে। যা বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ সুদ।

কীভাবে GPF Balance Check করবেন?

প্রযুক্তির অগ্রগতির ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আজ ইন্টারনেটের ব্যবহার লক্ষ্য করা যায়। আপনার হাতের কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে আপনি অনলাইনের যেকোন কাজ দূর থেকেই করতে পারবেন। তবে আপনার মুঠোফোনটি স্মার্টফোন হলে বেশি ভালো হয়।

সাধারণ ভবিষ্য তহবিলে কত টাকা রয়েছে – এই প্রশ্নের উত্তর সবচেয়ে সহজ হয় ব্যালেন্স চেক করার মাধ্যমে। আপনি বিভিন্ন উপায়ে জিপিএফ (GPF) ব্যালেন্স চেক করতে পারবেন। মূলত তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। নিচে প্রতিটি ধাপের বর্ণনা প্রদান করা হলো-

অনলাইনে GPF Balance Check করার নিয়ম

অনলাইনের মাধ্যমে বর্তমানে খুব সহজেই পায়ের জুতো না ক্ষয় করে আপনার GPF Balance Check চেক করতে পারবেন। এর জন্য আপনাকে বেশি কিছুর দরকার পড়বেনা। আপনার হাতে যদি একটি স্মার্টফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার ব্যালেন্স চেক করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে ব্যালেন্স চেক করার জন্য আপনাকে যেকোনো একটি ডিভাইসের সহায়তায় CAFOPFM.GOV.BD ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটি হচ্ছে জিপিএফ ও সিপিএফ ব্যালেন্স জমা ও প্রদানের অফিশিয়াল ওয়েবসাইট।

আপনার জিপিএফ ব্যালেন্স চেক করার সময় কি কি তথ্য বা কাগজপত্র লাগবে তা কাছে রাখা ভালো হবে। কেননা, আপনি যখন ব্যালেন্স যাচাই করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন ঐ সব তথ্য থাকলে লগইন করতে পারবেন না। নিচের লিংকে আপনি জিপিএফ ব্যালেন্স যাচাইয়ের সময় কি কি তথ্য লাগবে তা ভালো করে বুঝিয়ে বলা হয়েছে।

আরোও পড়ুন ⇒ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইনের মাধ্যমে জিপিএফ একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপ-১ঃ cafopfm.gov.bd ওয়েবসাইটে প্রবেশ

ব্যালেন্স চেক করার শুরুতে আপনাকে General Provident Fund চেক করার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেজন্য আপনাকে আপনার ডিভাইসের যেকোন একটি ব্রাউজার চালু করে উক্ত ওয়েবসাইট প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি ৩টি সেকশন দেখা পাবেন। এই অপশন গুলো হচ্ছে Pension Payment
Information, GPF Information ও Grievance Redress System। প্রতিটি সেকশন আলাদা আলাদা কাজের জন্য ব্যবহার করা হয়। তবে আপনি যদি GPF ব্যালেন্স চেক করতে চান, সেক্ষেত্রে আপনাকে GPF Information ক্লিক করতে হবে। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের মতো একটি ওয়েবসাইটের একটি পেইজ দেখা পাবেন।

GPF Information

GPF সম্পর্কে সকল তথ্য জানার জন্য আপনাকে GPF Information সেকশনে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য মার্ক করে দেওয়া হয়েছে।

উপরে মার্ক করা সেকশন তথা GPF Information এ ক্লিক করলে নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। যেখানে আপনাকে ১৭ ডিজিট অথবা ১০ ডিজিটের জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রবেশ করাতে হবে। তার সাথে আপনাকে জিপিএফ একাউন্ট তৈরি করার সময় যে মোবাইল নম্বর প্রদান করেছেন, সেই নম্বর প্রবেশ করাতে হবে।

GPF Information 1

উপরে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে NID/Smart ID ও Phone No প্রবেশ করানোর জন্য ২টি ফিল্ড রয়েছে, যেখানে আপনার তথ্য খুব নির্ভুলভাবে প্রবেশ করাতে হবে। কেননা, পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য আপনার ফোনে ৪ ডিজিটের একটি OTP কোড আসবে।

আপনার কাছে যদি আপনার মোবাইল না থাকে তাহলে আপনি এই কোডটি বসাতে পারবেন না। আর যদি না বসাতে পারেন, তাহলে আপনি ব্যালেন্স চেক করার জন্য আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন না।

ধাপ-২ঃ Employee ভেরিফিকেশন

ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি যখন আপনার GPF Information দেখার জন্য উক্ত সেকশনে ক্লিক করবেন, তখন আপনার সামনে একটি পপআপ উইন্ডো ওপেন হবে। যেখানে আপনার আইডি ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

এখানে আপনার জন্য NID/Smart ID ও Phone No নামে দুইটি ফিল্ড থাকবে। যেখানে ১৭ কিংবা ১০ ডিজিটের একটি জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে এবং ফোন নম্বর সেকশনে ফোন নম্বর প্রদান করে “Submit” বাটনে ক্লিক করতে হবে।

Submit বাটনে ক্লিক করার পর আপনার সামনে নিচের মতো একটি উইন্ডো চালু হবে। যেখানে আপনাকে আপনার মোবাইলে আসা ৪ ডিজিটের একটি OTP কোড আসবে। বসিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে।

জিপিএফ ব্যালেন্স চেক | GPF Balance Check 2024

Employee ভেরিফিকেশনের এই ধাপে আপনি যখন পরবর্তী ধাপে প্রবেশ করবেন, সেখানে আপনি GPF ব্যালেন্স সম্পর্কিত সকল তথ্য দেখতে পাবেন।

ধাপ-৩ঃ GPF ব্যালেন্স সম্পর্কিত তথ্য

জিপিএফ ব্যালেন্স চেক | GPF Balance Check করার এই ধাপে প্রবেশ করার আগে আপনাকে উপরের তিনটি ধাপ অতিক্রম করতে হবে। যখন আপনি আপনার সিমে আসা ৪ ডিজিটের OTP কোড বসাবেন, তখন আপনি Opening Balance, Subscription, Refund, Profit, Withdrawal এবং Closing Balance সম্পর্কিত সকল তথ্য দেখতে পাবেন।

জিপিএফ ব্যালেন্স চেক | GPF Balance Check 2024

উপরের ছবির মতো আপনি একটি ওয়েবপেইজ চালু হবে। যেখানে আপনার নাম, অর্থবর্ষ, অ্যাকাউন্ট নম্বর, স্মার্ট আইডি কার্ডের নম্বর ইত্যাদি তথ্য থাকবে।

তাছাড়া এখানে আপনার একাউন্টে কত টাকা রয়েছে তাও দেখতে পারবেন।

GPF Calculation | জিপিএফ ক্যালকুলেটর

জিপিএফ ক্যালকুলেটরের সহায়তায় আপনি GPF Calculation করতে পারবেন। যেখানে আপনাকে কত টাকা দিয়ে আপনার জিপিএফ ব্যালেন্স চালু করেছেন, তার পরিমাণ বসাতে হবে। আরেকটি ফিল্ডে আপনাকে প্রতিমাসে কত টাকা প্রদান করছেন তা বসাতে হবে। তারপর রেজাল্ট দেখার জন্য রেজাল্ট অপশনে ক্লিক করলে আপনি আপনার GPF Calculation সম্পন্ন করতে পারবেন।

উপরের বাটনের লিংকে প্রবেশ করে আপনি GPF Calculation করতে পারবেন।

শেষকথা

এই অনুচ্ছেদে আমরা অনলাইনের মাধ্যমে কীভাবে জিপিএফ একাউন্ট ব্যালেন্স চেক । GPF Balance Check করতে পারবো সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। ব্যালেন্স চেক করার সময় কি করতে হবে এবং কি তথ্য দরকারি সকল তথ্য এখানে বর্ণনা করা হয়েছে। যদি কারও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

Leave a Comment