আজকের বাহরাইন টাকার রেট বাংলাদেশ | Bahrain Dinar Rate Today

আমাদের আজকের আর্টিকেল এর বিষয় হলো বাহরাইন টাকার রেট বা বাহরাইন ১ দিনার = কত টাকা। আমরা আমাদের জীবিকার তাগিদে হউক বা ভ্রমনের উদ্দেশ্যে হউক অনেকেই বাহরাইন গিয়ে থাকি। উন্নত জীবিকা উদ্দেশ্যে বাংলাদেশের অনেক মানুষ বাহরাইন শ্রমিক হিসেবে যায়। এবং তারা তাদের কষ্টের অর্জিত আয়ের টাকা প্রতিনিয়ত বাংলাদেশে পাঠায়।

কিন্তু বাহরাইন টাকার রেট বা দিনার রেট জানা না থাকার কারনে অনেকে কম মূল পেয়ে থাকেন। এছাড়া ও বাহরাইন ভ্রমণ এর জন্য যাওয়ার আগে ও বাহরাইন দিনার বা টাকার রেট জেনে নেওয়া ভালো। 

বাহরাইন মুদ্রার নাম কি

image 44

বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ রাষ্ট্র। বাংলাদেশে আমরা যেমন টাকা বলি তেমনি বাহরাইন এর মুদ্রা বা টাকার নাম হলো বাহরাইনী দিনার (Bahrain Dinar BHD)। কোথায় যাওয়ার আগে সেই দেশ এর মূদ্রা সম্পর্কে যেনে নেওয়া ভালো। 

আজকের বাহরাইন দিনার রেট

তাহলে চলুন জেনে নিই আজকের বাহরাইন ১ দিনারে বাংলাদেশের কতো টাকা হয়। ১ বাহরাইন দিনারে বাংলাদেশে ২৯০ টাকা ৬৩ পয়সা হয়। ১০ বাহরাইন দিনার এ বাংলাদেশের টাকায় ২৯০৬ টাকা ৩৩ পয়সা হয়। ১০০ বাহরাইন দিনার এ বাংলাদেশের টাকায় ২৯০৬৩ টাকা হয়। 

বাহরাইন দিনার বাংলাদেশের টাকা
১ দিনার ২৯০ টাকা
১০ দিনার২৯০৬ টাকা
৫০ দিনার১৪,১৩৫ টাকা
১০০ দিনার২৯,০৬৩ টাকা
১০০০ দিনার ২৯০,৬৩২ টাকা

উপরের আলোচনা থেকে আশা করি আজকের বাহরাইন দিনার রেট সম্পর্কে ধারণা পেয়েছেন। তবে বলে রাখা ভালো যে দিনার এর রেট প্রতিদিন উঠানামা করে। তাই টাকা পাঠানোর আগে দিনার রেট জেনে নেওয়া ভালো। নিচের অণুচ্ছেদে কারেন্সি কনভার্টার টুল ব্যবহার করে আপনি বাহরাইন দিনার রেট এর রিয়েলটাইম আপডেট জানতে পারবেন।

বাহরাইনের ১ দিনার বাংলাদেশের কতো টাকা

বাহরাইন ১ দিনারে বাংলাদেশি টাকায় ২৯০ টাকা ৬৩ পয়সা হয়। আপনাদের জেনে রাখা প্রয়োজন যে টাকার রেট প্রায় প্রত্যেকদিনই ওঠানামা করতে থাকে। তারপর ও  বর্তমান পরিস্থিতিতে প্রতি ১ বাহরাইন দিনার বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ রেট ২৯০ টাকা থেকে ২৯৩ টাকা এর মধ্যেই উঠানামা করে। নিচের কারেন্সি কনভার্টার টুল ব্যবহার করে আপনি খুব সহজেই বাহরাইন সহ যেকোন দেশের মুদ্রার রিয়েলটাইম আপডেট জানতে পারবেন।

বাহারাইন দেশটি কোথায় অবস্থিত 

বাহরাইন নাম এর অর্থ দুই সমুদ্র। এটাকে এক সময় স্বর্গীয় দ্বীপ হিসেবে অবিহিত করা হতো। বাহরাইন রাষ্ট্রটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল হতে ২৪ কিমি দূরে পারস্য উপসাগরে অবস্থিত ৩২টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র। এদের মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম বাহরাইন দ্বীপ। বাহরাইন এর রাজধানীর নাম মানামা। এর পূর্বে কাতার ও পশ্চিমে সৌদি আরব।

আরও পড়ুন : বিটকয়েন কি | বিটকয়েন কিভাবে কাজ করে

শেষ কথা

আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি বাহরাইন এর টাকার রেট সম্পর্কে জানতে পেরেছেন। এই রেট প্রতিদিন উঠানামা করে তাই আপনি টাকা দেশে পাঠানো আগে চেক করে নিবেন আজকের বাহরাইন টাকার রেট সম্পর্কে। 

Leave a Comment